Site icon Jamuna Television

করোনা ঠেকাতে মলন্যুপিরাভির কার্যকর, স্বীকৃতির সিদ্ধান্ত আগামী সপ্তাহ: এফডিএ

ছবি: সংগৃহীত

করোনার প্রকোপ ঠেকাতে বায়োটেক প্রতিষ্ঠান মার্ক এর ট্যাবলেট মলন্যুপিরাভির কার্যকর বলে জানিয়েছে মার্কিন সংস্থা এফডিএ’র কর্মকর্তারা।

ট্যাবলেটটির কার্যকারিতা নিয়ে যাচাই-বাছাই চলছে এফডিএতে। তারই অংশ হিসেবে এই প্রতিক্রিয়া জানান যুক্তরাষ্ট্রের ওষুধ ও খাদ্য নিয়ন্ত্রণ সংস্থার কর্মকর্তারা। তবে মলন্যুপিরাভিরকে স্বীকৃতি দেয়া হবে কিনা তাই নিয়ে আগামী সপ্তাহে বৈঠকে বসবে এফডিএ। সেখানে সংস্থাটির গবেষক এবং নীতিনির্ধারকরা বিতর্ক করবেন ট্যাবলেটটি নিয়ে। এরপরই ট্যাবলেটির স্বীকৃতি নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আরও পড়ুন: করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন

গেল মাসে মলন্যুপিরাভির ব্যবহারে এফডিএর কাছে জরুরি অনুমোদন চায় মার্ক। ক্লিনিক্যাল ট্রায়ালের জানানো হয়, কোভিড আক্রান্তদের হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর হার ৫০ শতাংশ পর্যন্ত কমাতে সক্ষম এই ট্যাবলেট।

Exit mobile version