Site icon Jamuna Television

যুক্তরাজ্যের পর জার্মানি ও ইতালিতেও করোনার নতুন ধরন

আরও নতুন নতুন দেশে শনাক্ত হয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। যুক্তরাজ্যের পর জার্মানি ও ইতালিতে মিলেছে কোভিড নাইনটিনের এই ধরন।

জার্মানির মিউনিখ বিমানবন্দরে দুজনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। আক্রান্ত দুজনই দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছেন। ইতালির মিলানে ওমিক্রন সংক্রমিত একজনের সন্ধান মিলেছে। তিনি ফিরেছেন আরেক আফ্রিকান দেশ মোজাম্বিক থেকে। চেক রিপাবলিকেও নামিবিয়া ফেরত একজন এই ভ্যারিয়েন্টের শিকার বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া শনিবার দক্ষিণ আফ্রিকা থেকে নেদারল্যান্ডস পৌঁছানো বিমানের দুটি ফ্লাইটের ৬১ জন যাত্রীর শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। তাদের মধ্যে অনেকের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্টের সন্ধান মিলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রসঙ্গত, ভাইরাসের উৎপত্তিস্থল আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ইইউভুক্ত দেশগুলোসহ এশিয়ার অনেক দেশ।

Exit mobile version