Site icon Jamuna Television

খালেদা জিয়ার সাজা বাড়াতে দুদকের আপিল

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড আরও বাড়াতে আপিল আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, বয়স, শারীরিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় খালেদা জিয়াকে বিচারিক আদালত কম সাজা দিয়েছেন। এ রায়ে দুদক সংক্ষুব্ধ। তাই এ মামলায় সাজা বৃদ্ধি চেয়ে আজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন দাখিল করা হয়েছে।

এদিকে খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বলেন, দুদক তার নিজের ইচ্ছায় খালেদা জিয়ার সাজাবৃদ্ধির আবেদন করেনি। সরকার দুদকের ওপর প্রভাব বিস্তার করছে।

জানা গেছে, ১৯ মার্চ সোমবার দুদকের এক সভায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা বাড়াতে আপিল করার সিদ্ধান্ত নেয়া হয়। পরে এ সিদ্ধান্ত জানিয়ে দুদক আইনজীবীদের এ সংক্রান্ত সব আইনগত প্রস্তুতি নিতে বলা হয়।

গত ৮ ফেব্রুয়ারি ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন।এ মামলায় তারেক রহমানসহ অপর পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়।

রায়ে বলা হয়, অর্থ আত্মসাতের অভিযোগ প্রামাণিত হলেও বয়স ও সামাজিক মর্যাদা বিবেচনা করে খালেদা জিয়াকে ১০ বছরের পরিবর্তে পাঁচ বছর সাজা দেয়া হল।

জানা গেছে, দুদকের পক্ষ থেকে হাইকোর্টে খালেদা জিয়ার দণ্ড ১০ বছর করতে আবেদন করা হবে।

Exit mobile version