Site icon Jamuna Television

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী কলেজশিক্ষার্থী ও তার বন্ধুর মৃত্যু

বগুড়া ব্যুরো:

বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় আদনান নাহিদ নামে এক কলেজ শিক্ষার্থী ও তার বন্ধু সম্পদ কুমারের মৃত্যু হয়েছে। নিহত নাহিদ স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং তার বন্ধু ঢাকায় ফুডপান্ডায় চাকরি করতেন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে উপজেলার কৃষ্ণপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে থানা পুলিশ জানায়, সামিট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী নাহিদ ও তার বন্ধু সম্পদ মঙ্গলবার বিকেলে শেরপুর শহরে যান। সেখান থেকে রাত সাড়ে ৮টার দিকে তারা বগুড়া-ঢাকা মসহাসড়ক হয়ে মোটরসাইকেলযোগে কৃষ্ণপুর গ্রামে ফিরছিলেন।

আরও পড়ুন: সিরাজগঞ্জে ধানক্ষেতে পাওয়া গেল সিল মারা ব্যালট ও রেজাল্ট শিট

এসময় বগুড়া থেকে ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে দুজনে বাইকসহ মহাসড়কে পড়ে যান। এসময় ট্রাকটি তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে। ঘটনাস্থলেই প্রাণ হারান নাহিদ ও সম্পদ। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।

Exit mobile version