Site icon Jamuna Television

ভারতে আরও ১৬ জনের শরীরে পাওয়া গেছে ওমিক্রন

ভারতে একদিনেই আরও ১৬ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হওয়ায় ছড়িয়েছে উদ্বেগ। দেশটিতে করোনার নতুন ভ্যারিয়েন্টে বর্তমানে ২১ জন আক্রান্ত।

ভারতীয় রোগ নিয়ন্ত্রক কেন্দ্র জানিয়েছে, মহারাষ্ট্রে একই পরিবারের ৬ সদস্যসহ সাতজনের শরীরে মিলেছে ওমিক্রন। তাদের মধ্যে নাইজেরিয়া থেকে দেশে ফেরেন এক নারী, তার দুই মেয়ে, ঐ নারীর ভাই এবং তার দুই সন্তান। এছাড়া ফিনল্যান্ড থেকে ফেরা এক পুরুষের দেহেও মেলে করোনার নতুন ধরণটি।

এদিকে, জয়পুরে যে ৯ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে তারা সবাই একই পরিবারের সদস্য। সম্প্রতি তারা দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছেন। এ পরিস্থিতিতে সব আন্তর্জাতিক ফ্লাইটের চলাচল বন্ধে প্রধানমন্ত্রী বরাবর চিঠি লিখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

আরও পড়ুন : ভারতে বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা

প্রসঙ্গত, ভারতের ঝুঁকিপূর্ণ তালিকায় বাংলাদেশসহ রয়েছে ৪৪টি দেশ। বিমানবন্দরে বাধ্যতামূলক রাখা হয়েছে আরটি পিসিআর পরীক্ষার ব্যবস্থা।

/এডব্লিউ

Exit mobile version