Site icon Jamuna Television

নিউইয়র্কে পাঁচ বছরের বেশি বয়সীদের টিকা দেয়া বাধ্যতামূলক

নিউইয়র্কে পাঁচ বছরের বেশি বয়সীদের অবশ্যই করোনার ভ্যাকসিন দিতে হবে। তা নাহলে রেস্তোঁরা এবং বিনোদন কেন্দ্রে ঢুকতে পারবে না তারা। আগামী ১৪ ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র বিল দ্য ব্লাসিও।

সোমবার (৬ ডিসেম্বর) এক সংবাদ বিবৃতিতে নতুন পরিকল্পনা তুলে ধরেন সিটি মেয়র। মেয়র বিল দ্য ব্লাসিও জানান, ৫ থেকে ১১ বছর বয়সীদের ক্ষেত্রে অবশ্যই এক ডোজ ভ্যাকসিন দেয়া থাকতে হবে।

একইসাথে, বাধ্যতামূলক করা হয়েছে বেসরকারি প্রতিষ্ঠানের সব কর্মীদের টিকাদান। ২৭ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। টিকাগ্রহণের জন্য নিবন্ধন করতে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত সময় পাবেন বেসরকারি সংস্থার কর্মীরা।

আরও পড়ুন : আলাদা প্রতিষ্ঠানের দুই ডোজ টিকা গড়ে তোলে শক্ত প্রতিরোধ

এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছিলেন, প্রাইভেট কোম্পানিগুলোকে অবশ্যই তাদের অন্তত ১০০ কর্মীর টিকাগ্রহণ নিশ্চিত করতে হবে। যার বিরুদ্ধে আপিল করলেও সিদ্ধান্তই বহাল রাখেন আদালত।

/এডব্লিউ

Exit mobile version