Site icon Jamuna Television

চাঁদাবাজি মামলায় গ্রেফতার ফরিদপুর চেম্বার অব কমার্স সভাপতি

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের বর্তমান সভাপতি মো. সিদ্দিকুর রহমানকে ঢাকার ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করেছে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত দেড়টার দিকে তাকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে ফরিদপুর নিয়ে আসে পুলিশ। লুৎফর রহমান নান্নু নামে এক ব্যক্তির দায়ের করা চাঁদাবাজি মামলায় তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার বেলা সাড়ে ১২ টায় ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. জামাল পাশা।

মো. জামাল পাশা জানান, সিদ্দিকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের মামলা, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও জবর দখলের অভিযোগে একাধিক মামলা রয়েছে ফরিদপুরের কোতোয়ালি থানায়। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক সিআর মামলা রয়েছে। তার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট ছিল, আমরা তাকে গ্রেফতারের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছি।

অপরদিকে তার আটকের খবর পেয়ে অনেক ভুক্তভোগী অভিযোগ দেয়ার জন্য পুলিশের সাথে যোগাযোগ করছেন বলে জানান তিনি। পুলিশ জানায়, আজই তাকে ৭ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদলতে সোপর্দ করা হবে। পরবর্তী আইনি কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী চলছে।

উল্লেখ, ২ বছর আগে ফরিদপুরে দুর্নীতি ও সন্ত্রাস বিরোধী এক বিশেষ অভিযান পরিচালিত হয়। ওই সময় ধরা পরে এক সময়ের দাপুটে মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের কাছের ঘনিষ্ঠজনেরা। এরপর থেকে খন্দকার মোশাররফ ফরিদপুর ছেড়ে ঢাকায় চলে যান। তখন থেকেই খন্দকার মোশাররফ এর কাছের লোক হিসেবে পরিচিত এই সিদ্দিকুর রহমানও ঘা ঢাকা দেন। সিদ্দিকুর রহমান ফরিদপুর চেম্বার অব কমার্সের বর্তমান সভাপতি। আগামী ১৩ ডিসেম্বর এই চেম্বার অব কমার্সের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনেও প্রার্থী হয়েছেন সিদ্দিকুর রহমান।

Exit mobile version