Site icon Jamuna Television

সেন্ট মার্টিন ভ্রমণের প্রলোভনে ৪ শিক্ষার্থীকে অপহরণ; ২ রোহিঙ্গাসহ আটক ৩

কক্সবাজার প্রতিনিধি:

সেন্ট মাটিন ভ্রমণের কথা বলে কক্সবাজারের রামু উপজেলার পেঁচারদ্বীপ এলাকার ৪ ছাত্রকে অপহরণের ঘটনায় দুই রোহিঙ্গাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্প থেকে তাদেরকে গ্রেফতার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন। গ্রেফতারকৃতরা হচ্ছেন নয়াপাড়া ক্যাম্পের নুর সালাম (৫০), তার মেয়ে রনজন বিবি (১৩) ও মোছনী গ্রামের সাদ্দাম মিয়া।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, ৪ ছাত্রকে অপহরণের ঘটনায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত নয়াপাড়া ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অপহরণে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। ছাত্রদের উদ্ধারে অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: রাতে স্বামী-স্ত্রী পরিচয়ে লঞ্চের কেবিন ভাড়া, সকালে তরুণীর লাশ উদ্ধার

উল্লেখ্য, গত মঙ্গলবার (৭ ডিসেম্বর) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপ মাঙ্গালাপাড়া বাতিঘর কটেজ এলাকা থেকে এ স্কুলশিক্ষার্থীদের সেন্ট মার্টিনে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করা হয়। অপহৃতরা হলেন, রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেচারদ্বীপের মাঙ্গালাপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ কায়সার (১৪), একই এলাকার মোহাম্মদ আলমের ছেলে মিজানুর রহমান নয়ন (১৪), আব্দুস সালামের ছেলে জাহেদুল ইসলাম (১৫) ও ফরিদুল আলমের ছেলে মিজানুর রহমান (১৪)। তাদের মধ্যে কায়সার দশম শ্রেণীর ছাত্র বাকিরা চলতি বছরে এসএসসি পরীক্ষা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাতিঘর কটেজের দুই রোহিঙ্গা কর্মচারী জাহাঙ্গীর ও ইব্রাহিম ছাত্রদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলে। এক পর্যায়ে ইব্রাহিম কটেজের চাকরি ছেড়ে চলে যায়। পরবর্তীতে ছাত্রদের সাথে যোগাযোগ করে সেন্ট মাটিন বেড়ানোর কথা বলে অপহরণ করে তাদের। এদিকে অপর রোহিঙ্গা জাহাঙ্গীর বাতিঘর কটেজেই ছিল। তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়া হয়।

Exit mobile version