Site icon Jamuna Television

ইউক্রেনে আক্রমণ করলে রাশিয়াকে ভয়ানক মূল্য দিতে হবে: বাইডেন

ছবি: সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আবারও হুশিয়ার করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন। বললেন, যদি দেশটি ইউক্রেনে আক্রমণ করে, তবে ভয়ানক মূল্য দিতে হবে। রাশিয়াকে বিপর্যকর অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে।

গতকাল শনিবার যুক্তরাষ্ট্রে আঘাত হানা প্রাণঘাতী টর্নেডো নিয়ে মন্তব্য করার পর তিনি এ কথা বলেন। খবর বার্তা সংস্থা রয়টার্স এর।

বাইডেন জানান, রাশিয়ার আক্রমণের ক্ষেত্রে ইউক্রেনে মার্কিন স্থলসেনা পাঠানোর সম্ভাবনা কখনোই বিবেচনা করা হয়নি। তবে রাশিয়ার সীমান্তবর্তী ন্যাটোভুক্ত পূর্ব ইউরোপের দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে সেখানে আরও সৈন্য পাঠাতে হতে পারে।

এর আগে গত সপ্তাহে পুতিনের সঙ্গে ফোনে দুই ঘণ্টা আলাপ করেছেন বাইডেন। সে সময় তিনি ইউক্রেনে হঠাৎ কোনো আক্রমণ বা হামলার ঘটনা ঘটলে বিশ্বে রাশিয়ার অবস্থানের ‘সুস্পষ্টরূপে’ পরিবর্তন হবে বলেও রুশ প্রেসিডেন্টকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন।

বাইডেন বলেন, আমি প্রেসিডেন্ট পুতিনকে একেবারে স্পষ্ট করে বলেছি, যদি তিনি ইউক্রেনের দিকে আগান, তবে তার অর্থনীতির জন্য পরিণতি হবে ধ্বংসাত্মক।

Exit mobile version