Site icon Jamuna Television

স্কুলে মুক্তিযুদ্ধ কর্নার

প্রদ্যুৎ কুমার সরকার, স্টাফ রিপোর্টার

মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মাদারীপুরের একটি স্কুলে মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করা হয়েছে। মুক্তিযুদ্ধ কর্নারটিতে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস সর্ম্পকিত বিভিন্ন তথ্যচিত্র উপস্থাপন করা হয়েছে। এসময় নতুন প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস জানার আহ্বান জানান জেলা প্রশাসক।

জানা যায়, আজ বুধবার দুপুরে জেলার ডনোভান সরকারী উচ্চ বিদ্যালয়ের দ্বিতল ভবনের একটি কক্ষে মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম।

এসময় সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সাবেক পৌর মেয়র চৌধুরী নূরুল আলম বাবু চৌধুরী, খলিল বাহিনী প্রধান সাবেক পৌর চেয়ারম্যান খলিলুর রহমান খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান হাওলাদার প্রমূখ উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধ কর্নারটিতে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস সর্ম্পকিত বিভিন্ন তথ্যচিত্র উপস্থাপন করা হয়েছে। এখানে রয়েছে মুক্তিযুদ্ধকালীন সময়ের বিভিন্ন ছবি, পত্রিকার কাটিং, বিভিন্ন বীরত্বগাথা ইতিহাসসহ নানান তথ্য ও চিত্র।

Exit mobile version