Site icon Jamuna Television

টাঙ্গাইল-৭ আসনে লাঙল প্রতীক পেলেন জহির

স্টাফ করেসপন্ডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইল-০৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহিরকে লাঙল প্রতীকে মনোনয়ন দেয়া হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) রাজধানীর বনানীর দলীয় কার্যালয় থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি তার মনোনয়নপত্রে স্বাক্ষর করেন। জাতীয় পার্টি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত টাঙ্গাইল-০৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে লাঙল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির।

এদিকে আওয়ামী লীগের হয়ে এ আসনটিতে নৌকা প্রতীক পেয়েছেন খান আহমেদ শুভ।

এর আগে গত ৩০ নভেম্বর নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ২০ ডিসেম্বর বাছাই, ২৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ভোট হবে ইভিএম পদ্ধতিতে।

উল্লেখ্য, এ আসনের টানা চারবারের এমপি প্রয়াত একাব্বর হোসেন গত ১৬ নভেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে আগামী ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

Exit mobile version