Site icon Jamuna Television

বিয়ের আসরে ক্যাটরিনাকে কাঁদিয়েছেন ভিকি!

দিন যতই পার হচ্ছে, ক্যাটরিনা ও ভিকির বিয়ের খবর তত বেরিয়ে আসছে। এই দুই তারকার প্রেমের সম্পকের খবরের মতো কেবল গুঞ্জন থাকছে না বিয়ের খবর। বিয়ের আসরে ভিকি কাঁদিয়েছেন ক্যাটরিনাকে, সবার সামনেই। ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়াল জানিয়েছে এ তথ্য।

তবে এই কান্না দুঃখের নয়, সুখের। ভিকি নিজের এই বিয়ে, ক্যাটরিনার সঙ্গে তার এই সম্পর্ক নিয়ে বিয়ের আসরেই নাকি একটি ছোটখাটো ভাষণ দিয়েছেন। ওই ভাষণে ভিকির কথা শুনে আবেগতাড়িত হয়ে পড়েন ক্যাটরিনা। আর তাতে তার চোখে পানি চলে এসেছিল।

ভিকি কৌশলের থেকে প্রায় ৫ বছরের বড় ক্যাটরিনা কাইফ। তবে বয়সের এই ফারাক বলিউডে নতুন নয়। এছাড়া দু’জনেই একাধিকবার প্রেমে পড়েছেন। একাধিক সম্পর্কে থেকেছেন। কিন্তু দু’জনেই এবার মাত্র দেড় বছরের প্রেম-গুজবের পরেই বিয়ের পিড়িতে বসেছেন।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, বিয়ের আসরে মাইক হাতে নিয়ে সকলের সামনে ভিকি জানান, ক্যাটরিনার সঙ্গে তিনি কতটা ভালো আছেন। নিজের অনুভূতির কথা সকলের সঙ্গেই ভাগ করে নেন। আর তা শুনতে শুনতেই চোখ ভিজে আসে বলিউড অভিনেত্রীর।

Exit mobile version