Site icon Jamuna Television

বালিয়াকান্দিতে টু‌ঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

ছবি: সংগৃহীত।

রাজবাড়ী প্রতি‌নি‌ধি:

রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ভররামদিয়া এলাকায় গোপালগঞ্জগামী টু‌ঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সাগর বিশ্বাস (২৩) না‌মের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সাগর বিশ্বাস উপজেলার বহরপুর ইউনিয়নের ভর রামদিয়া গ্রামের যতীন বিশ্বাসের ছেলে ও ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ছাত্র।

স্থানীয়রা জানান, সাগর হয়তো হেড ফোন কানে লাগিয়ে রেললাইনের ওপর বসে গান শুন‌ছিল। সে সময় রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। লাইনের পাশে তার লাশ ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে এবং মোবাইলও ভেঙ্গে গেছে। রেল লাইন ধরে পথচারীরা যাওয়ার সময় রাত সাড়ে নয়টার দিকে তার লাশ দেখতে পান।

রাজবাড়ী জিআরপি থানার ওসি মাসুদ আলম ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যুর বিষয়টি নি‌শ্চিত করেন।

পড়ুন: চলন্ত বাসে শিশুর জন্ম, পরিবারসহ আজীবন ভাড়া ফ্রী

Exit mobile version