Site icon Jamuna Television

খুন করে ভুক্তভোগীকে নিজের লাশ বলে চালাতে গিয়ে ধরা পড়লেন সন্তান হত্যার আসামি

প্রতীকী ছবি।

নিজের মৃত্যুর মিথ্যা খবর ছড়িয়ে ধরা পড়েছেন এক ব্যক্তি। খুনের মামলার অভিযোগ থেকে বাঁচতে অন্য আরেক ব্যক্তিকে হত্যা করে নিজের লাশ বলে চালাতে চেয়েছিলেন তিনি। এই ব্যক্তির নাম সুদেশ কুমার। ২০১৮ সালে মেয়েকে হত্যার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এ ঘটনায় তিনি গত বছর কারাগারে বন্দী থাকার কারণে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় অনেক বন্দীকে ছেড়ে দেয়া হয়। তাদের একজন ছিলেন সুদেশ। বেরিয়ে তিনি পালিয়ে যান।

এএফপি’র প্রতিবেদনে বলা হয়, গত মাসে রাজধানী নয়াদিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদে পুলিশ একজনের লাশ পায়। লাশের গায়ে ছিল সুদেশের পোশাক ও পকেটে ছিল পরিচয়পত্র। পুলিশ সুপারিনটেনডেন্ড ইরাজ রাজা, লাশটি আংশিক পোড়া ছিল। এ কারণে ওই ব্যক্তির চেহারা চেনা যাচ্ছিল না।

আরও পড়ুন: টাকা দিয়েও ভোট না পেয়ে ভোটারকে মারধর

পুলিশ কর্মকর্তা আরও বলেন, তারা নিশ্চিত হওয়ার জন্য লাশটি সুদেশের বাড়ি নিয়ে গেলে তার স্ত্রীও স্বামীর লাশ হিসেবেই শনাক্ত করে। কিন্তু এরপরও তাদের (পুলিশ) সন্দেহ রয়ে যায়। কিন্তু সুদেশ বেঁচে আছেন, এমন ইঙ্গিত পেয়ে ১০ ডিসেম্বর তাকে বাড়ির বাইরে থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পুড়ে যাওয়া লাশের সম্পর্কে তথ্য জানান।

Exit mobile version