Site icon Jamuna Television

দেয়াল ধসে শিশুর মৃত্যু; কেন ক্ষতিপূরণ দেয়া হবে না? —হাইকোর্ট

গত ৯ নভেম্বর রাজধানীর আজিমপুরে বাবার সাথে স্কুলে যাওয়ার পথে একটি সরকারি কলোনির দেয়াল ধসে পড়লে তাতে চাপা পড়ে মারা যায় জিহাদ। শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় ১ কোটি টাকা কেন ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিচারপতি ইনায়েতুর রহিম ও মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই রুল জারি করেন। গত ১১ নভেম্বর জিহাদের মৃত্যুর ঘটনায় ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সংশ্লিষ্টদের প্রতি পৃথক দুটি আইনি নোটিশ পাঠানোর প্রেক্ষিতে আসে এমন রুল।

আগামী চার সপ্তাহের মধ্যে গণপূর্ত অধিদফতর, দক্ষিণ সিটি কর্পোরেশনসহ অন্যান্য বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আরও পড়ুন : মিমকে কেন পুলিশে নিয়োগ দেয়া হচ্ছে না: হাইকোর্ট

প্রসঙ্গত, আজিমপুরে বাবা নাজির হোসেনের সঙ্গে শিশুযত্ন কেন্দ্র স্কুলের শিক্ষার্থী জিহাদ স্কুলে রওনা হয়। পথে ৩২ নম্বর ওয়েস্টিন স্কুলের পাশে সরকারি কলোনির দেয়াল ধসে পড়লে শিশুটি চাপা পড়ে। স্থানীয়রা জানায়, সেখানে সিটি করপোরেশনের ড্রেনের কাজ চলমান ছিল। ড্রেনের কাজ করায় দেয়ালের নিচে গর্তের সৃষ্টি হয়, তাই কলোনির পুরাতন দেয়াল ধসে পড়েছে।

/এডব্লিউ

Exit mobile version