Site icon Jamuna Television

জোব্বা পরায় মুসলিম সাংসদকে বের করে দিলেন স্পিকার

ছবি: সংগৃহীত।

সংসদীয় পোশাক কোড লঙ্ঘন করে জোব্বা পরার অভিযোগে জাম্বিয়ান পার্লামেন্টের লুমেজি সদস্য মুনির জুলুকে পার্লামেন্ট থেকে বের করে দেয়া হয়। মুনির জুলু নামে এই মুসলমান সাংসদ থোব বা জোব্বা নামে পরিচিত একটি পোশাক পরেছিলেন।

লুসাকা টাইমস’র প্রতিবেদনে বলা হয়, জোব্বা হলো একটি লম্বা পোশাক যা মুসলিম পুরুষরা পরে থাকে। এর ওপরের অংশটি সাধারণত শার্টের মতো দেখতে। তবে এটি গোড়ালি পর্যন্ত লম্বা এবং ঢিলেঢালা। জুলু বলেন, তিনি স্ট্যান্ডিং অর্ডার ২০৬-এ বর্ণিত কোনো সংসদীয় পোশাক কোড লঙ্ঘন করেননি। তার পোশাক আফ্রিকান টোগাসের বিভাগে তালিকাভুক্ত। এবং এ ধরনের পোশাক অনুমোদিত।

তবে প্রথম ডেপুটি স্পিকার ড. আকর্ষক মালুঙ্গো চিসাঙ্গানো লুমেজি আইনপ্রণেতাকে বের করে দেন।

আরও পড়ুন: ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স ২১ থেকে কমিয়ে ১৮ করা উচিত: ওয়াইসি

Exit mobile version