Site icon Jamuna Television

কঙ্গনা রানাউতের জন্য সংসার ভাঙছে অনিল কাপুরের

ছবি: সংগৃহীত।

সামান্থা প্রভু ও নাগা চৈতন্যর বিচ্ছেদের পর বলিউডে এবার জোর জল্পনা- সংসার ভাঙছে অনিল কাপুর ও সুনীতা কপুরের। এর জন্য দায়ী করা হচ্ছে বলিউডের বিতর্কের রানি কঙ্গনা রানাউতকেই।

বি-টাউনে হঠাৎ এমন সুর মূলত বেশ আগের একটি ভিডিওকে ঘিরে। বছর কয়েক আগের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কারান জোহারের সেই বিতর্কিত শো ‘কফি উইথ কারান’ এ সেদিন হাজির ছিলেন অনিল কাপুর ও কঙ্গনা। সেখানে কারানের করা একটি প্রশ্নের রেশ আবারও নতুনভাবে ছড়াতে শুরু করেছে।

আরও পড়ুন: বিদেশে প্রচুর অর্থ ঐশ্বরিয়ার, পানামা পেপার্স কাণ্ডে অভিনেত্রীকে তলব ইডির

ভিডিওটিতে দেখা যায়, অনিল কাপুরকে কারান প্রশ্ন করছেন, এমন একজন নারীর নাম বলুন যার জন্য আপনি আপনার স্ত্রীকেও ছাড়তে পারেন। সেখানে কোনো সংকোচ ছাড়াই অনিল বলেছিলেন কঙ্গনার কথা। এই কথা শুনে খোদ কারান হেসে উঠলেও লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন কঙ্গনা। আর সেখান থেকেই নতুন করে জন্ম নিয়েছে জল্পনা।

তবে এতো আগের ভিডিওকে ঘিরে হঠাৎ কেনো আলোচনা, এ প্রশ্নের জবাব মেলেনি। বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি কোনো পক্ষ থেকে।

এসজেড/

Exit mobile version