ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে একটি হাসকিং মিলের (চাল কল) বেল্টে শাড়ি পেঁচিয়ে আয়শা বেগম (৬০) নামে এক নারী শ্রমিকের মত্যু হয়েছে।
রোববার (১৯ ডিসেম্বর) রাতে সদর উপজলার ভেলাজান এলাকায় জহির ডিলারের হাসকিং মিলে এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত আয়শা বেগম ওই এলাকার পাহাড়ভাঙ্গা গ্রামের আব্দুর রহমানের স্ত্রী। ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সুত্রে জানা গেছে, নিহত আয়শা বেগম মিলে কাজ শেষে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় অসাবধানতাবশত তার পরনের শাড়ি মিলের মেশিনের বেল্টে পেঁচিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।
পরে আশেপাশের লোকজন তার মৃতদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়।
/এসএইচ

