Site icon Jamuna Television

ওয়ারীতে ময়লার গাড়ির ধাক্কায় মৃত্যুর ঘটনায় চালক গ্রেফতার

রাজধানীর ওয়ারীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকারের নিহতের ঘটনায় গাড়ি চালককে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত নয়টার দিকে ময়লার গাড়ির চালক মোর্শেদ আলমকে যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করে র‍্যাব।

এর আগে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে রাজধানী সুপার মার্কেটের সামনের ওয়ান ওয়ে সড়কে উল্টো দিক থেকে আসা ডিএসসিসি’র ময়লার গাড়ি স্বপন কুমারের রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। ভোরে সুপার মার্কেটের সামনের জনশূন্য সড়কে পড়ে থাকে মরদেহ। পরে পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর মোর্শেদ ময়লার গাড়ি নিয়ে পালিয়ে যায়।

Exit mobile version