Site icon Jamuna Television

হানিমুনের রেশ না কাটতেই সুখবর দিলেন ক্যাটরিনা

ছবি: সংগৃহীত

হানিমুনের রেশ এখনও কাটেনি ভিকি-ক্যাটরিনার। কিন্তু ছুটির আমেজ কাটিয়ে ফের ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এর চেনা রুটিনে ফিরে গিয়েছেন নতুন কনে ক্যাটরিনা কাইফ। বড়দিনেই ছবির নাম প্রকাশ্যে এনেছেন ক্যাটরিনা। ছবির নাম ‘মেরি ক্রিসমাস’। নতুন ছবির নাম ঘোষণার জন্য সেরা দিনটাই বেছে নিয়েছেন ভিকি-পত্নী। খবর হিন্দুস্থান টাইমসের।

শ্রীরাম রাঘবনের পরিচালনায় ছবি করছেন ক্যাটরিনা। দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে এই প্রথম অভিনয় করবেন তিনি। নতুন ছবি নিয়ে ক্যাটরিনা লিখেছেন, নতুন শুরু। পরিচালক শ্রীরাম রাঘবনের ‘মেরি ক্রিসমাস’ ছবির জন্য সেটে ফিরে এলাম।

পরিচালকের প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা। লিখলেন, থ্রিলার ছবি তৈরির ক্ষেত্রে ওর মতো দক্ষ আর কেউ নেই। এমন পরিচালকের সঙ্গে কাজ করতে পেরে সম্মানিত বোধ করছি। বিজয় সেতুপতির সঙ্গে কাজের জন্যও মুখিয়ে আছি।
আরও পড়ুন: ইলিয়াসের সাথে কারিনই লিভ টুগেদার করেছিল, লিগ্যাল কাবিননামা নেই: সুবাহ

ক্যাটরিনাকে শেষ দেখা গিয়েছিল অক্ষয় কুমারের বিপরীতে ‘সূর্যবংশী’ ছবিতে। কোটি কোটি টাকার ব্যবসা করে সফল এই ছবি। ছুটি কাটিয়ে এবার ফের চেনা ব্যস্ততায় ফিরলেন ক্যাটরিনা।

ইউএইচ/

Exit mobile version