Site icon Jamuna Television

দেশে আরও একজন ওমিক্রনে আক্রান্ত

দেশে আরও একজনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) এই তথ্য প্রকাশ করেছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত তিনজনের শরীরে করোনার এই নতুন ধরনের শনাক্তের তথ্য পাওয়া গেছে।

এর আগে বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দলের দু’জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়।

জিআইএসএআইডি’র তথ্য অনুযায়ী, ওমিক্রন শনাক্ত হওয়া ওই ব্যক্তির নমুনা গত ২৩ ডিসেম্বর সংগ্রহ করা হয়েছে। তিনি একজন পুরুষ এবং তার বয়স ৫৬ বছর। তিনি ঢাকায় অবস্থান করছেন।

এমএন/

Exit mobile version