Site icon Jamuna Television

লাশ দেখতে গিয়ে নিজেরাই লাশ

ঢাকার নবাবগঞ্জে আত্মীয়ের মরদেহ দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ জন। তারা সবাই নারী।

সোমবার (২৭ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে মৃধাকান্দা এলাকায় আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফুপুর মৃত্যুর সংবাদ পেয়ে ইজিবাইকে করে দোহারের খালপাড়ের দিকে রওনা হন ময়না বেগম।

তার সাথে ছিলেন ভাবি রাহেলা, ভাগ্নি সুফিয়া ও আত্মীয় মালা। ইজিবাইকটি মৃধাকান্দায় পৌঁছালে সেটিকে চাপা দেয় একটি বালুবাহী ট্রাক। ঘটনাস্থলেই মারা যান তিনজন। গুরুতর অবস্থায় নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে মারা যান মালা বেগম।

নিহতরা সবাই নয়নশ্রী গ্রামের বাসিন্দা।

/এডব্লিউ

Exit mobile version