Site icon Jamuna Television

করোনায় আক্রান্ত হয়েছেন চিত্রনায়ক সোহেল রানা

ছবি: সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা, চিত্র প্রযোজক, পরিচালক ও বাংলাদেশী চলচ্চিত্রের ড্যাশিং হিরো সোহেল রানা। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। 

রোববার (২৬ ডিসেম্বর) রাতে জায়েদ খান ফেসবুক স্ট্যাটাসে লেখেন, শুধু কষ্টের খবর। বীর মুক্তিযাদ্ধা, ড্যাশিং হিরো মাসুদ পারভেজ, (সোহেল রানা) আমাদের ভাইয়া করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন।

সোহেল রানা (মাসুদ পারভেজ) দীর্ঘদিন অভিনয়ে নেই। করোনার মহামারির আগে থেকেই বাসায় অবস্থান করছেন স্বেচ্ছায়। গত দুই বছর বিশেষ প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হননি। জানা গেছে, এসময় ইবাদত বন্দেগিতে মনযোগ দিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেতা সোহেল রানা তার দীর্ঘ ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু কালজয়ী সিনেমা। ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান তিনি।

/এসএইচ

Exit mobile version