Site icon Jamuna Television

বড়দিনে কোটি টাকা জিতলেন কৃষক

লটারি জেতা কৃষক চণ্ডী দাস।

বড়দিনে কল্পনাতীতভাবে ভাগ্য বদলে গেল পশ্চিমবঙ্গের বনগাঁ নিবাসী বর্গাচাষী চণ্ডী দাসের। বড়দিন উপলক্ষে লটারি কিনেছিলেন চণ্ডী, আর তাতে জিতেছেন ১ কোটি টাকা! তাতে রাতারাতি বদলে গেছে এ কৃষকের ভাগ্য।

জানা গেছে, ক্রিসমাসের রাতে লটারির ড্রয়ে নিজের কেনা টিকেটের নম্বর মিলে যায় চণ্ডী দাসের। চণ্ডী দেখেন, প্রথম পুরস্কারের এক কোটি টাকা পেয়েছেন তিনিই। কোটি টাকার মালিক হয়েছেন জেনে প্রথমেই থানায় হাজির হন চণ্ডী। খবর শুনে স্থানীয় পুলিশ তাকে সব ধরণের সহযোগিতা ও নিরাপত্তার আশ্বাস দিয়েছে।

সাংবাদিকরা এত টাকা দিয়ে কী করবেন জানতে চাইলে চণ্ডী বলেন, এমন উপহার দেয়ার জন্য ধন্যবাদ সান্তাকে। প্রথমে ঘরবাড়ি ঠিক করবো বলে ভেবেছি। আর আমার দুই ছেলের ভবিষ্যতের জন্যও কিছু করতে চাই।

/এসএইচ

Exit mobile version