Site icon Jamuna Television

বেশ পাল্টে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেন পালিয়ে যাওয়া দুই কিশোরী

চট্টগ্রামের দুই কিশোরীর অন্তর্ধান রহস্য যেন সিনেমার কাহিনিকেও হার মানায়। বেশভূষা পাল্টে পুরুষ সাজেন একজন, ঘর থেকে পালিয়ে কুমিল্লায় বাসা ভাড়া নেন স্বামী-স্ত্রী পরিচয়ে। সবাইকে বোকা বানালেও শেষরক্ষা হয়নি। একমাস পর র‍্যাবের হাতে ধরা পড়ে ঘরে ফিরতে হলো তাদের।

একমাস ধরে পালিয়ে বেড়ানো দুই সহপাঠী তামান্না ও অর্পা বড়ুয়ার সন্ধান মেলে কুমিল্লার চান্দিনায়। উদ্ধারের পর দুজনকেই চট্টগ্রাম নিয়ে আসে র‍্যাব। বাহিনীটি জানায় ওই দুই কিশোরীর অন্তর্ধানের নেপথ্য কাহিনি।

মাত্রই এসএসসি পরীক্ষা দেয়া এ দুই সহপাঠীর বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরায়। দুজন দুজনের হরিহর আত্মা। তাদের দাবি, নিজেদের স্বপ্ন পূরণের জন্য গত ২৩ নভেম্বর ঘর ছেড়েছিলেন।

কুমিল্লা গিয়ে বাসা ভাড়া নেন। মাথার চুল কেটে, টুপি পাঞ্জাবি পরে পুরুষ সাজেন তামান্না। অর্পাকে স্ত্রী পরিচয় দেন। দুজন দুই ধর্মের হওয়ায় পরিবার বিয়ে মেনে নিচ্ছে না বলে গল্প ফাঁদেন বাড়িওয়ালার কাছে।

তামান্নার স্বপ্ন সেনাবাহিনীর কর্মকর্তা হওয়া এবং অর্পার স্বপ্ন চিকিৎসক হওয়া। কিন্তু পরিবার বাল্যবিয়ের উদ্যোগ নেয়ায় অর্পাকে নিয়ে ঘর ছাড়েন তামান্না। তবে পুরো ঘটনাকে এক ধরনের ফ্যান্টাসি বলছেন র‍্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ। তবে নাটকীয় সব ঘটনা শেষে সন্তানদের ফিরে পেয়ে খুশি পরিবারের সদস্যরা।

প্রসঙ্গত, দুই কিশোরীর অন্তর্ধান নিয়ে ২৫ ডিসেম্বর যমুনা টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর মাঠে নামে র‍্যাব।

/এডব্লিউ

Exit mobile version