Site icon Jamuna Television

খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ফারহানা ইয়াসমিন মহুয়া।

খুলনা ব্যুরো:

খুলনার নর্দান বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রথম ব্যাচের ছাত্রী ফারহানা ইয়াসমিন মহুয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বিকেলে খুলনা নগরীর খালিশপুর পৌরসভা মোড়ে মহুয়ার মামার বাসা থেকে ঘরের ফ্যানে ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

জানা গেছে, খালিশপুরে মামার বাড়ি থেকে পড়াশুনা করতেন মহুয়া। নর্দান বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) মহুয়া তাকে মোবাইল ফোনে জানায়, আপাতত সে সেমিস্টারের টাকা দিতে পারবে না। এছাড়া বেশ কিছুদিন ধরে তাকে বিচলিতও দেখা যাচ্ছিলো।

পুলিশ জানিয়েছে, পারিবারিক কলোহের জেরে তার বাবা অন্যত্র বিয়ে করেন। আর বেশকিছু দিন আগে মহুয়ার মা আত্মহত্যা করেন। পুলিশ জানায়, সুরতলহাল রিপোর্টে মহুয়ার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পারিবারিক মনোমালিন্য ও পড়াশোনা চালিয়ে যেতে না পারার কারণে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

এদিকে মহুয়ার মৃত্যুর খবরে তার সহপাঠী ও আত্মীয়স্বজনের ভেতরে নেমে এসেছে শোকের ছায়া।

/এসএইচ

Exit mobile version