Site icon Jamuna Television

এবার ‘কাঁচা বাদাম’ র‍্যাপ গানে নাচলেন ভুবন

ছবি: সংগৃহীত।

চলতি বছরের অন্যতম ভাইরাল গান ‘কাচা বাদাম’। এই গানের জন্য রাতারাতি নেট দুনিয়ায় তারকা হয়ে গেছেন ভুবন বাদ্যকর। এবার তার এই গানের একটি র‍্যাপ সংস্করণে নেচে-গেয়ে হাজির হলেন তিনি।

‘বাদাম অফিশয়াল’ শিরোনামের গানটি সম্প্রতি ইউটিউবে প্রকাশ হয়েছে। এতে ভুবন বাদ্যকরকে চোখে সানগ্লাস দিয়ে র‍্যাপের তালে নেচে গানটি গাইতে দেখা গেছে। শুধু তাই নয়, এতে তার সাথে একজন নারী মডেলও ছিলেন। মিউজিক ভিডিওতে নারী কণ্ঠে বলতে শোনা যায়, ‘তোমার কাছে নেই কো কাকু ভাজা বাদাম, তোমার কাছে আছে শুধু কাঁচা বাদাম।’ এরপর নাচের তালে ভুবন বাদ্যকর গাইতে শুরু করেন, ‘পায়ের তোড়া, হাতের বালা, থাকে যদি সিটি গোল্ডের চেইন, দিয়ে যাবেন, তাতে সমান সমান বাদাম পাবেন।’

আরও পড়ুন: ‘ইন্টারের রেজাল্ট শোনার পর তিন মাস পাগল আছিলাম’

গানটি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। মূল শিল্পীকে গানে রাখার জন্য অনেকেই মিউজিক ভিডিও নির্মাতাদের ধন্যবাদ জানিয়েছে। আবার কেউ কেউ কটাক্ষও করেছেন।

Exit mobile version