Site icon Jamuna Television

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন নবনিযুক্ত প্রধান বিচারপতির

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শুক্রবার (৭ জানুয়ারি) সকাল পৌনে ১০টায় বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পস্তবক অপর্ণ করেন তিনি।

পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধান বিচারপতি। এসময় গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকাসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

এসজেড/

Exit mobile version