Site icon Jamuna Television

অনলাইনে নারীদের নিলামে ওঠানো অ্যাপের নির্মাতার পুলিশ হেফাজতে আত্মহত্যার চেষ্টা

ছবি: সংগৃহীত।

পুলিশ হেফাজতে ভারতে নারীদেরকে নিলামে ওঠানো ‘বুল্লি বাই’ অ্যাপ নির্মাতা আত্মহত্যার চেষ্টা করেছে। শনিবার (৮ জানুয়ারি) দিল্লি পুলিশের ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন স্পেশাল সেলের ডিসিপি কেপিএস মালহোত্রা জানিয়েছেন, মুসলিম নারীদের নিলামে অভিযুক্ত ‘বুল্লি বাই’ অ্যাপের নির্মাতা নীরাজ পুলিশি হেফাজতে আত্মহত্যা করার হুমকি দিয়েছিল। পরে এই যুবক দু’বার নিজের ক্ষতি করার চেষ্টা করে।

আরও পড়ুন: ভারতে অনলাইনে শত শত মুসলিম নারীকে বিক্রির চেষ্টা!

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের একটি ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ২১ বছর বয়সী নীরাজ বিষ্ণই। গত সপ্তাহে আসামের জোরহাট জেলা থেকে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।

আরও পড়ুন: মুসলিমদের পর ভারতে এবার হিন্দু নারীদের বিক্রির চেষ্টা!

পুলিশ জানায়, অভিযুক্ত নীরাজ বিষ্ণই দু’বার নিজের ক্ষতি করার চেষ্টা করলেও তার কোনো আঘাত লাগেনি। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। মানসিক অবস্থার আবনতি অথবা মামলার তদন্ত প্রক্রিয়া বিলম্বিত করতে সে এমনটি করে থাকতে পারেন বলে মনে করছে দিল্লি পুলিশ।

/এনএএস

Exit mobile version