Site icon Jamuna Television

কুমিল্লায় বাড়ছে শীতজনিত রোগ, হাসপাতালে রোগীদের ভিড়

কুমিল্লার হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত বয়স্ক আর শিশুরা। বেশিরভাগই ভর্তি হচ্ছে ডায়রিয়া, নিউমোনিয়া আর শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে। করোনার সময়ে শিশু এবং বয়স্কদের ব্যাপারে বেশি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

কুমিল্লা সদর হাসপাতালে বর্তমানে প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে ১০ থেকে ১২ জন রোগী। বহির্বিভাগেও চিকিৎসা নিচ্ছে অনেকে। চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সন্তানদের সুরক্ষায় মায়েদের দেয়া হচ্ছে নানা পরামর্শ।

হাসপাতালে আগতদের যথাযথ স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শ ছাড়া যেকোনো ওষুধ সেবন থেকে রোগীদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন।

এসজেড/

Exit mobile version