Site icon Jamuna Television

মা হতে যাচ্ছেন ন্যান্সি

মহসীন মেহেদী ও ন্যান্সি।

আবারও মা হতে চলেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা (ন্যান্সি)। ইতোমধ্যে অনাগত সন্তানের নামও ঠিক ফেলেছেন ন্যান্সি ও মহসীন মেহেদী জুটি।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিওতে মা হওয়ার খবর জানিয়েছেন ন্যান্সি নিজেই। গীতিকার মহসীন মেহেদীর সাথে এনগেজমেন্ট থেকে সন্তানধারণ পর্যন্ত সময়কালীন কিছু ছবি দিয়ে একটি ভিডিও বানিয়ে নিজের ইউটিউব চ্যানেলেও আপলোড করেছেন ন্যান্সি। এবার ৩য় সন্তানের মা হতে যাচ্ছেন ন্যান্সি। তার বড় দুই কন্যার নাম রোদেলা ও নায়লা। আর অনাগত সন্তানের নাম রেখেছেন মেহনাজ।

উল্লেখ্য, গানের সুবাদেই গীতিকার মহসীন মেহেদীর সম্পর্ক হয় ন্যানসির। মেহেদী একজন গীতিকার, পাশাপাশি অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত আছেন। ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। 

/এসএইচ

Exit mobile version