রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজের নির্মাণাধীন ভবন থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ বলছে, লাশের পরিচয় পাওয়া যায়নি। কলেজেরও কেউ তাকে চেনেন না। তার পাশে থাকা মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ জানান, সরকারি বাঙলা কলেজের ১০ তলা ভবনের নির্মাণ কাজ কিছু অংশ বাকি রয়েছে। এর পাঁচ তলার একটি কক্ষে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে কলেজের লোকজন থানায় খবর দেয়।
লাশ অর্ধগলিত হওয়ায় আঘাতের চিহ্ন বোঝার উপায় নেই বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি ধারণা করছেন, ৬ থেকে ৭ দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে হত্যা, আত্মহত্যা নাকি কোনো অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে তাও আপাতত নিশ্চিত করতে পারেনি পুলিশ।
/এডব্লিউ

