Site icon Jamuna Television

নয়াদিল্লিতে করোনা সংক্রমণের হার বেড়েছে ২৯ শতাংশ

ভারতে আবারও ভয়াল রূপ ধারণ করছে মহামারি। দীর্ঘ ৮ মাস পর একদিনে আড়াই লাখের ওপর করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হলো দেশটিতে। প্রাণহানি হয়েছে তিন শতাধিক জনের। গত মে মাসের পর নয়াদিল্লিতে একদিনে সর্বোচ্চ ২৯ হাজারের কাছাকাছি মানুষের শরীরে মিললো করোনা। ভারতীয় রাজধানীতে সংক্রমণ হার বাড়লো ২৯ শতাংশ পর্যন্ত। অর্থাৎ প্রতি তিনজনের নমুনা পরীক্ষায় একজনের ফলাফল আসছে পজিটিভ।

গেলো ২৪ ঘণ্টায় বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে শনাক্ত হলো ১৪ হাজারের কাছাকাছি সংক্রমণ। স্বাস্থ্যসেবার জন্য, শহরগুলোতে প্রস্তুত রাখা হয়েছে বিশেষায়িত হাসপাতাল, অতিরিক্ত বেড এবং অক্সিজেন সিলিন্ডার।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) এ বিষয়ে মন্ত্রিসভার জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় প্রধানমন্ত্রী স্বীকার করেন, উচ্চ সংক্রমণশীল ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণেই নতুনভাবে ঘটছে করোনার বিস্তার। দেশবাসীকে আতঙ্কিত না হয়ে ভ্যাকসিন গ্রহণের পরামর্শ দেন তিনি।

/এডব্লিউ

Exit mobile version