Site icon Jamuna Television

রাজশাহীতে পর্নোগ্রাফি মামলায় যুবলীগ নেতা কারাগারে

রাজশাহী ব্যুরো:

রাজশাহীর পুঠিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমনকে পর্নোগ্রাফি মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া থানার অফিসার ইনচার্য (ওসি) মো. সোহরাওয়ার্দী হোসেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) যুবলীগের এই নেতা উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এর আগে তিনি হাইকোর্টের জামিনে ছিলেন।

সম্প্রতি অশ্লীল একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ভুক্তভোগী ঐ নারী সুমনের বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

যুবলীগের সাধারণ সম্পাদকের পদে থাকলেও সুমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কার্যসহকারী পদে চাকরি করেন। সুমনের বাবা বদিউজ্জামান বদি বর্তমানে পুঠিয়ার বেলপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।

আরও পড়ুন: প্রথমবারের মতো দেশের এক উপজেলা সদরের সড়কে চার চাকার গাড়ি

জেডআই/

Exit mobile version