Site icon Jamuna Television

‘সোনার বাংলা গড়তেই এমন উন্নয়ন’

ভিডিও সম্মেলনের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে গণভবনে প্রকল্পগুলোর উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তেই এমন সব উন্নয়ন।

প্রধানমন্ত্রীর আজকের উদ্বোধন করা প্রকল্পের মধ্যে রয়েছে কোম্পানীগঞ্জ-মুরাদনগর-হোমনা মহাসড়ক ও গৌরীপুর-হোমনা সেতু, কুমিল্লা শহরের শাসনগাছা রেলওয়ে ওভারপাস এবং কুমিল্লার পাদুয়া বাজারের রেলওয়ে ওভারপাস।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, উন্নয়ন কাজ চলার সময় ভোগান্তি মেনে নিতে চান না জনগণ। ধৈর্য্য ধরে উন্নয়নের পাশে থাকতে জনগণকে আহবান জানান সড়ক পরিবহন মন্ত্রী।

Exit mobile version