Site icon Jamuna Television

২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা

২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত চলচ্চিত্র ‍এবং নির্মাতা, শিল্পী, কলাকুশলীদের নাম ঘোষণা করেছে সরকার।

সেরা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে তৌকির আহমেদ নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’।

তবে সেরা পরিচালকের পুরস্কারটি পাচ্ছেন অমিতাভ রেজা; আয়নাবাজির জন্য এই পুরস্কারটি যাচ্ছে তার ঝুলিতে।

সেরা অভিনেত্রার পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী; আয়নাবাজিতে অভিনয়ের জন্য।

সেরা অভিনেত্রীর পুরস্কার যৌথভাবে পাচ্ছেন নুসরাত ইমরোজ তিশা (অস্তিত্ব) এবং কুসুম শিকদার (শঙ্খচিল)।

এবার আজীবন সম্মাননা পাচ্ছেন ফরিদা আক্তার ববিতা ও আকবর হোসেন পাঠান ফারুক।

বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয় ২০১৬ সালের জন্য ২৬টি ক্যাটাগরিতে চলচ্চিত্র পুরস্কারের জন্য বিজয়ীদের নাম ঘোষণা করে।

এক নজরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬ :

আজীবন সম্মাননা : যৌথভাবে ফরিদা আক্তার (ববিতা) ও আকবর হোসেন পাঠান (ফারুক)।

শ্রেষ্ঠ চলচ্চিত্র : অজ্ঞাতনামা (প্রযোজক ফরিদুর রেজা সাগর)।

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : ঘ্রাণ (প্রযোজক এস এম কামরুল আহসান)।

শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র : জন্মসাথী (প্রযোজক একাত্তর মিডিয়া লিমিটেড ও মুক্তিযুদ্ধ জাদুঘর)।

শ্রেষ্ঠ পরিচালক : অমিতাভ রেজা চৌধুরী (আয়নাবাজি)।

শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্র : চঞ্চল চৌধুরী (আয়নাবাজি)।

শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্র : যৌথভাবে তিশা (অস্তিত্ব) ও কুসুম শিকদার (শঙ্খচিল)।

শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রাভিনেতা : যৌথভাবে আলীরাজ (পুড়ে যায় মন) ও ফজলুর রহমান বাবু (মেয়েটি এখন কোথায় যাবে)।

শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রাভিনেত্রী : তানিয়া আহমেদ (কৃষ্ণপক্ষ)।

শ্রেষ্ঠ খল অভিনেতা : শহীদুজ্জামান সেলিম (অজ্ঞাতনামা)।

শ্রেষ্ঠ শিশুশিল্পী : আনুম রহমান খান সাঁঝবাতি (শঙ্খচিল)।

শ্রেষ্ঠ সংগীত পরিচালক : ইমন সাহা (মেয়েটি এখন কোথায় যাবে)।

শ্রেষ্ঠ নৃত্য পরিচালক : মো. হাবিব (নিয়তি)।

শ্রেষ্ঠ গায়ক : ওয়াকিল আহমেদ (দর্পণ বিসর্জন, গান : অমৃত মেঘের বারি)।

শ্রেষ্ঠ গায়িকা : মেহের আফরোজ শাওন, (কৃষ্ণপক্ষ, গান : যদি মন কাঁদে)।

শ্রেষ্ঠ গীতিকার : গাজী মাজহারুল আনোয়ার (মেয়েটি এখন কোথায় যাবে, গান : বিধিরে ও বিধি)।

শ্রেষ্ঠ সুরকার : ইমন সাহা (মেয়েটি এখন কোথায় যাবে, গান : বিধিরে ও বিধি)।

শ্রেষ্ঠ কাহিনিকার : তৌকীর আহমেদ (অজ্ঞাতনামা)।

শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা : রুবাইয়াত হোসেন (আন্ডার কনস্ট্রাকশন)।

শ্রেষ্ঠ চিত্রনাট্যকার : অনম বিশ্বাস ও গাউসুল আলম (আয়নাবাজি)।

শ্রেষ্ঠ সম্পাদক : ইকবাল আহসানুল কবির (আয়নাবাজি)।

শ্রেষ্ঠ শিল্পনির্দেশক : উত্তম গুহ (শঙ্খচিল)।

শ্রেষ্ঠ চিত্রগ্রাহক : রাশেদ জামান (আয়নাবাজি)।

শ্রেষ্ঠ শব্দগ্রাহক : রিপন নাথ (আয়নাবাজি)।

শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা : যৌথভাবে সাত্তার (নিয়তি) ও ফারজানা সান (আয়নাবাজি)।

শ্রেষ্ঠ মেকাপম্যান : মানিক (আন্ডার কনস্ট্রাকশন)।

Exit mobile version