Site icon Jamuna Television

নরসিংদীতে বাস চাপায় ৪ মোটর সাইকেল আরোহী নিহত

নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাসের চাপায় ৪ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে একজন। সকাল ৭ টায় ঢাকা-সিলেট মহাসড়কের চারারবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কিশোরগঞ্জ থেকে ঢাকা আসছিলো অনন্যা পরিবহনের একটি বাস। পথে রায়পুরার চারারবাগে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। মোটর সাইকেলটি বাসের নিচে ঢুকে পরলে ঘটনাস্থলেই মৃত্যু হয় চার আরোহীর। নিহতরা রাজমিস্ত্রির কাজ করতো। তারা কাজের জন্য ভৈরব যাচ্ছিল বলে জানা গেছে। নিহতদের সবার পরিচয় জানা গেছে।

এদিকে ঝিনাইদহ সদরে দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে।

Exit mobile version