Site icon Jamuna Television

ভ্যাকসিন নীতিমালার বিরুদ্ধে ফুঁসছে যুক্তরাষ্ট্র

করোনা ভ্যাকসিন নীতিমালার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে যুক্তরাষ্ট্র। রোববার (২৩ জানুয়ারি) রাজধানী ওয়াশিংটনে পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করেন কমপক্ষে ২০ হাজার মার্কিনি।

ওয়াশিংটন মনুমেন্ট থেকে লিংকন মেমোরিয়াল পর্যন্ত ছিল পদযাত্রা। এসময় বাধ্যতামূলক টিকা গ্রহণ এবং মাস্ক পরিধানের বিরুদ্ধে শ্লোগান দেন তারা। তাদের অভিযোগ, জীবানু অস্ত্রের বিরুদ্ধে অকার্যকর ভ্যাকসিন। কারণ, দুই বছরের মহামারিতে, ৮ লাখ ৯০ হাজারের মতো মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। একইসাথে, লকডাউন এবং নানা শিষ্টাচার-বিধিমালার কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত দেশটির অর্থনীতিও।

গেলো বছরই বাইডেনের প্রস্তাবিত ভ্যাকসিন নীতিমালা খারিজ করে দেন সুপ্রিম কোর্ট। সেখানে সবার স্বাস্থ্য সুরক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বাধ্যতামূলক টিকা গ্রহণের পরামর্শ ছিল, যা মানতে নারাজ বহু মার্কিন রাজ্য এবং কোম্পানি।

/এডব্লিউ

Exit mobile version