Site icon Jamuna Television

রাজশাহীতে করোনা শনাক্তের হার ৭৪ থেকে নেমে ৬৪ শতাংশ

করোনার রেড জোন রাজশাহীতে করোনা আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তবে শনাক্তের হার গতকালের চেয়ে কমেছে। শুক্রবার (২৮ জানুয়ারি) রেকর্ড শনাক্তের হার ছিলো ৭৪.৮৪ শতাংশ। সেটা আজ কমে হয়েছে ৬৪. ৫২ শতাংশ। মারা যাওয়া চারজনের মধ্যে ৩ জন রাজশাহীর, অপরজন নওগাঁর।

সংক্রমণের উদ্বেগজনক পরিস্থিতির কারণে রাজশাহী জেলায় আজ থেকে রাত আটটার মধ্যে বিপণিবিতান, বিনোদন কেন্দ্র, রেস্তোরাঁসহ সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে। তবে তা সত্ত্বেও পাল্টায়নি নগরীর স্বাস্থ্যবিধির চিত্র।

এদিকে, সংক্রমণ বাড়লেও স্বাস্থ্যবিধির হতাশাজনক পরিস্থিতি দেশের বেশিরভাগ জায়গাতেই। উদাসীন বেশিরভাগ মানুষ। প্রশাসনেরও যেন ঢিলেঢালাভাব।

/এডব্লিউ

Exit mobile version