Site icon Jamuna Television

দ্বিতীয় মেয়াদে ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা

ইতালির প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিলেন সার্জিও মাত্তারেলা। এর মধ্য দিয়ে দেশটিতে গত বেশ কিছুদিন ধরে চলা রাজনৈতিক জটিলতার অবসান হলো।

রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন ৮০ বছর বয়সী সার্জিও। তবে দেশের স্বার্থে তাকে প্রেসিডেন্ট পদ গ্রহণে রাজি করান প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। আট দফা ভোটের পর শনিবার (২৯ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হন তিনি।

দায়িত্ব গ্রহণের পর দেয়া ভাষণে মাত্তারেলা জানান, দেশটির স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকটের কারণে দায়িত্ব নিতে রাজি হয়েছেন তিনি। সার্জিওর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী দ্রাঘি। এর আগে ইতালির জোট সরকারের দলগুলো ৭ দফা ভোটাভুটিতেই সার্জিওকে সমর্থন দেন আইনপ্রণেতারা।

দেশটির ইলেকটোরাল কলেজের ১ হাজার ৯ জন সিনেটর, সংসদ সদস্য ও স্থানীয় প্রতিনিধির ভোটে নির্বাচিত হন প্রেসিডেন্ট।

/এডব্লিউ

Exit mobile version