Site icon Jamuna Television

জেব্রা মৃত্যুর ঘটনায় বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রত্যাহার

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুর

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের জেব্রা মৃত্যুর ঘটনায় পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ তবিবুর রহমান ও ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনকে প্রত্যাহার করা হয়েছে এবং প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবিরকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চলতি জানুয়ারি মাসে ৯টি জেব্রার মৃত্যুর পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছিল, ৪টি জেব্রা নিজেদের মধ্যে মারামারি ও ৫টি জেব্রা ব্যাকটেরিয়া আক্রমণে গেছে। পরে আরও দুটি জেব্রা মারা যায়। এ নিয়ে জানুয়ারি মাসে ১১টি জেব্রার মৃত্যু হয়েছে।

Exit mobile version