Site icon Jamuna Television

অস্ত্র নিয়ে পার্কে ঢুকতে পারবে না তালেবান যোদ্ধারা

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ

অস্ত্র নিয়ে আফগানিস্তানের বিনোদন পার্কগুলোতে তালেবান যোদ্ধারা ঢুকতে পারবে না- বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

বুধবার (২ ফেব্রুয়ারি) এক টুইট বার্তায় এ নির্দেশনা দেন তালেবান মুখপাত্র।

টুইটবার্তায় জাবিউল্লাহ বলেন, ইসলামিক আমিরেতের মুজাহিদিনরা অস্ত্র, সমরপোশাক ও যুদ্ধযান নিয়ে পার্কগুলোতে আর ঢুকতে পারবেন না। এছাড়া, বিনোদন পার্কে গেলে সেখানকার নিয়মকানুন মুজাহিদিনদের অবশ্যই মানতে হবে।

নাম প্রকাশ না করার শর্তে এক তালেবান নেতা জানিয়েছেন, আনন্দ করতে পার্কে যাওয়ায় কোনো বাধা নেই তালেবান মুজাহিদিনদের জন্য। মুজাহিদিনরা অস্ত্রহাতে পার্কে প্রবেশ করলে সেখানে আসা সাধারণ লোকেরা আতঙ্কিত হন। জনমনে ভীতির উদ্রেক করে- এমন কর্মকাণ্ড থেকে যোদ্ধাদের বিরত থাকা উচিত বলে মনে করে তালেবান নেতৃত্ব, এ কারণেই নির্দেশনাটি দেয়া হয়েছে বলে জানান তিনি।

/এসএইচ

Exit mobile version