Site icon Jamuna Television

সুনামগঞ্জে বালু চাপায় দুই নারী শ্রমিক নিহত

 সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা চলতি নদীতে পাথর কুড়াতে গিয়ে বালু চাপায় দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী শ্রমিকরা হল, সদর উপজেলার জাহাঙ্গীর ইউনিয়নের গুচ্ছ গ্রামের বাসিন্দা খুরশেদ মিয়ার মেয়ে আলেখা বেগম (৪০) ও একই ইউনিয়নের ফেনি বিল গ্রামের বাসিন্দা চান মিয়ার স্ত্রী রহিমা বেগম(৩১)।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মত রহিমা ও আলেখা পাথর উত্তোলন করতে যায় ডলুরা চলতি নদীতে। তারা নদী পাড়ে পাথর কুড়াতে থাকে। হঠাৎ তাদের দুজনের উপর একটি বালুর স্তুপ এসে পড়ে এ সময় ঘটনাস্থলেই তারা দুজন মারা যান। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার হাবীবউল্লাহ জানান, নারী শ্রমিকরা পাথর উত্তোলন করতে গিয়ে ছিল চলতি নদীতে এ সময় তারা বালু চাপায় মারা যায়।

Exit mobile version