Site icon Jamuna Television

শীর্ষ দশ ধনীর তালিকা থেকে জায়গা হারালেন মার্ক জাকারবার্গ

ছবি: সংগৃহীত

আকস্মিক ফেসবুকের শেয়ারের দাম কমে যাওয়ায় শুক্রবার সকালে ১.৯ বিলিয়ন ডলার লোকসান গুনেছেন মার্ক জাকারবার্গ। এতেই বিশ্বের শীর্ষ দশ ধনীর তালিকা থেকে ছিটকে পড়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা। ফেসবুকের মূল কোম্পানি মেটার শেয়ারের দামও এদিন দেড় শতাংশ কমে গেছে বলে জানা যায়। খবর ডেইলি মেইলের।

শুক্রবার (৪ ফেবুয়ারি) এক প্রতিবেদনে ডেইলি মেইল জানায়, ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা কমে যাওয়ার খবরে বৃহস্পতিবারই মেটার শেয়ারের দাম পড়ে যায় ২৬ শতাংশ। জানা গেছে, গত তিন মাসে প্রায় ১০ লাখ ব্যবহারকারী হারিয়েছে ফেসবুক। এতে পড়ে যায় মেটার বাজারমূল্যও। ফোর্বসের তথ্য অনুযায়ী মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতেও শীর্ষ দশ ধনীর তালিকায় জাকারবার্গ ছিলেন ৮ নম্বরে। শেয়ারের মূল্য পতনের পর শুক্রবার সকালে তার অবস্থান নেমে যায় ১৩ নম্বরে।

প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘ ১৭ বছর পর এই প্রথমবারের মতো এত বেশি পরিমাণে কমলো ফেসবুকো ব্যবহারকারীর সংখ্যা। এতে কমেছে মেটার লভ্যাংশ, ধাক্কা খেয়েছে ফেসবুকের বিজ্ঞাপন ব্যবসাও। জানা গেছে, বৃহস্পতিবার ফেসবুকের শেয়ারের দাম কমেছে প্রায় ২৬ শতাংশ। ফলে একদিনে ফেসবুকের বাজারমূল্য প্রায় ২৩০ বিলিয়ন ডলার কমে যায়।


/এসএইচ

Exit mobile version