Site icon Jamuna Television

দ্বিতীয় বিয়ের পিঁড়িতে স্বামী, ছেলেমেয়ে নিয়ে মণ্ডপে হাজির প্রথম স্ত্রী

প্রতীকী ছবি।

বিয়ের যাবতীয় আয়োজন সম্পন্ন। দাওয়াতপ্রাপ্ত অতিথিরাও আসতে শুরু করেছেন। বিয়ে করতে প্রস্তুত বর ও কনে দুজনই। বিয়ের পিঁড়িতে বসতে যাবেন, এমন সময়ই ঘটল অঘটন। দুই শিশুকে নিয়ে মণ্ডপে হাজির এক মহিলা। জানালেন, বিয়ের পিঁড়িতে বসা ব্যক্তি তার বর। এমন ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে ভারতের পশ্চিমঙ্গের আসানসোলে।

শুক্রবার (৪ জানুয়ারি) আসানসোলের একটি হোটেলে বিয়ের আয়োজন করা হয়েছিল। আসানসোলের বুধা এলাকার এক যুবতীর সাথে বিয়ে হওয়ার কথা ছিল ঐ অঞ্চলের স্থানীয় বাসিন্দা পঙ্কজ পাসোয়ানের।

জানা যায়, বিয়ের মন্ত্রপাঠ হবে এমন সময় দুই শিশুকে সঙ্গে এনে চিৎকার-চেঁচামেচি করতে থাকেন এক মহিলা। নিজেকে বিয়ের পিঁড়িতে বসা পঙ্কজের স্ত্রী বলে পরিচয় দেন। জানান, তিনি বিহারের জামুইয়ের মেয়ে। সাত বছর আগে তার সাথে পঙ্কজের বিয়ে হয়। সাথে থাকা দুই শিশু তাদের সন্তান। মহিলার এই দাবির পর অনুষ্ঠানে আগতদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে যায়।

ওই মহিলার আরও জানান, মাস চারেক আগে পঙ্কজ তাকে তার বাবার বাড়িতে রেখে এসেছিল। স্বামী নতুন বিয়ে করতে যাচ্ছেন তা জানতে পেরেই আসানসোলে ফিরে আসেন তিনি।

জেডআই/

Exit mobile version