Site icon Jamuna Television

গাইবান্ধায় ট্রাকচাপায় নানি-নাতি নিহত

প্রতীকী ছবি। সংগৃহীত।

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকচাপায় ব্যাটারিচালিত রিকশাভ্যানের যাত্রী নানী শেফালি বেগম (৪৭) ও নাতী মাইশা (৩) নিহত হয়েছেন। শেফালি পলাশবাড়ি উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের ফলিয়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। আর মাইশা একই ইউনিয়নের আন্দুয়া গ্রামের মাহামুদ মিয়ার মেয়ে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে যাত্রীবাহী একটি রিক্সাভ্যানে নানী ও নাতী পলাশবাড়ী থেকে কোমরপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে দুবলাগাড়ী এলাকায় রিক্সাভ্যানটির এক পাশের চাকা নির্মাণাধীন ফোরলেন সড়কের খাদে পড়ে যায়। এতে নানী ও নাতী রিকশাভ্যান থেকে মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় পিছন থেকে দ্রুতগতির একটি ট্রাক দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, ঘটনার পর চালক ও সহকারী পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহত নানী-নাতীর মরদেহ তাদের স্বজনরা নিয়ে গেছেন।

জেডআই/

Exit mobile version