Site icon Jamuna Television

নিউজিল্যান্ডে করোনার বিধিনিষেধ তুলে নেয়ার দাবিতে পার্লামেন্ট ভবন ঘেরাও

ছবি: সংগৃহীত

কানাডার পর এবার করোনার টিকাগ্রহণ ও বিধিনিষেধ তুলে নেয়ার দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে নিউজিল্যান্ডে। মঙ্গলবার, রাজধানী ওয়েলিংটনে পার্লামেন্ট ভবন ঘেরাও করেন হাজারো বিক্ষোভকারী। খবর বিবিসির।

এদিন গোটা দেশ থেকে বিক্ষোভে যোগ দেন আন্দোলনকারীরা। গাড়ি দিয়ে ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখেন সড়ক। দাবি- বাধ্যতামূলক বিধিনিষেধ আরোপে ব্যক্তিস্বাধীনতা হরণ করছে সরকার। আইনপ্রণেতারদের সাথে আলোচনা বসার দাবিও জানান তারা। তবে বিক্ষোভকারীরদের সাথে আলোচনায় না বসার সিদ্ধান্ত নেন আইনপ্রণেতারা।

এদিকে, বিক্ষোভকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা এড়াতে কঠোর অবস্থানে নিরাপত্তা বাহিনীও। তবে ঘটেনি কোনো সহিংসতা বা গ্রেফতারের ঘটনা। দেশটিতে এখনও পর্যন্ত দুই ডোজ টিকার আওতায় এসেছেন প্রায় ৭৭ শতাংশ বাসিন্দা।

Exit mobile version