Site icon Jamuna Television

কাল সকালে প্রতিক্রিয়া জানাবে আন্দোলনকারীরা

কোটা পদ্ধতি বাতিল বলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঘোষণার প্রেক্ষিতে আজ বুধবারের জন্য কর্মসূচি সমাপ্ত করেছেন আন্দোলনকারীরা।

একই সাথে তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বক্তব্য বিচার বিশ্লেষণ করে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো।

ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা হাসান আল মামুন বলেছেন, রাতে আমরা বসে প্রধানমন্ত্রীর বক্তব্য বিচার-বিশ্লেষণ করে কাল ১০টায় আমাদের সিদ্ধান্ত জানাবো।

এর আগে সংসদে প্রধানমন্ত্রী বলেন, যেহেতু কোটা থাকলে বার বার সংস্কারের দাবিতে আন্দোলন হবে, তাই আর কোটা পদ্ধতি রাখারই দরকার নেই। আমি বলে দিয়েছি সরকারি চাকরিতে আর কোনো কোটা থাকবে না। সব নিয়োগই মেধার ভিত্তিতে হবে।
শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে ক্লাসরুমে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।

Exit mobile version