Site icon Jamuna Television

পানিতে ফুল ভাসিয়ে শুরু বৈসাবি উৎসব

পাহাড়ে বর্ষবরণে মেতে উঠেছে বিভিন্ন নৃগোষ্ঠির মানুষ। পাশাপাশি আছে চলতি বছরকে বিদায় জানানোর নানা আয়োজনও।
ভোরে খাগড়াছড়ির চেঙ্গি নদীর পাড়ে জড়ো হয় চাকমা সম্প্রদায়ের মানুষ। কলাপাতায় ফুলের ডালি বানিয়ে পানিতে ভাসিয়ে দেয়া হয়।

ঐতিহ্যবাহী পোশাক পরে ফুল ভাসানোর এ আয়োজনে অংশ নেন তারা। উৎসবে ছিলেন ত্রিপুরা, মারমা, বাঙালিসহ অন্য সম্প্রদায়ের মানুষরাও। নৃগোষ্ঠীর মানুষদের বিশ্বাস এর মাধ্যমে পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছর বরণ করে নেয়া হয়। ফুল ভাসানোর এ আয়োজন থেকে ফিরে ঘরদোর পরিস্কার করে নতুন করে শুরু করার প্রস্তুতি নেন নৃগোষ্ঠীর মানুষরা।

Exit mobile version