Site icon Jamuna Television

ফ্রান্সের সাথে ১৮শ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর সৌদি আরবের

ফ্রান্সের সাথে ১৮শ কোটি ডলারের খসড়া চুক্তি স্বাক্ষর করলো সৌদি আরব। তিন দিনের প্যারিস সফর শেষে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের উপস্থিতিতে হয় এ চুক্তি সই।

বিবৃতি অনুযায়ী, পর্যটন, পানি শোধন, সংস্কৃতি, স্বাস্থ্য ও কৃষিখাতে উন্নয়নের জন্য ফ্রান্সের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তি সই হয়েছে রিয়াদের।

এছাড়া সৌদি আরবের জুবেইল এলাকায় পেট্রো-ক্যামিকেল কারখানা নির্মাণে দেশটির জাতীয় জ্বালানি প্রতিষ্ঠান- আরামকোর সাথে ফ্রান্সের ওয়েল জায়ান্ট- টোটালের ৯শ’ কোটি ডলারের চুক্তি সই করেছে।

যৌথ এক সংবাদ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট জানান- ২০১৮ সালের শেষ নাগাদ তিনি রিয়াদ সফরে যাবেন। সেসময়ই চূড়ান্ত হবে এসব চুক্তি। ততোদিন পর্যন্ত, বিনিয়োগের পরিমাণ, লেনদেনের সময়সীমা এবং প্রস্তাবিত প্রকল্পের ব্যাপারে যাচাই-বাছাই করবে দু’দেশ।

এদিকে, কাতার ও উপসাগরীয় দেশগুলোর জোট- জিসিসি’র মধ্যে সংকটের দ্রুত সমাধানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছেন সৌদি আরবের বাদশাহ সালমান।

Exit mobile version